Welcome to Mosques of Bengal

বাংলার মন্দির নিয়ে তো অনেক বই, অনেক ফোরাম, অনেক ব্লগ আছে, কিন্তু বাংলার মসজিদ? ৮০০ বছরেরও বেশি সময় ধরে বাংলায় রয়েছে ইসলাম ধর্ম। ঠিক যেমন বাংলায় টেরাকোটার অর্থাৎ পোড়ামাটির মন্দির আছে, তেমনই আছে পোড়ামাটির মসজিদ, এবং আরও অনেক প্রাচিন ইসলামী স্থাপত্য।

36837399_10156297113620803_2226211450802667520_n.jpg

I’m Deepanjan Ghosh

আমি কলকাতায় থাকি এবং এখানেই ২০০২ সাল থেকে বেসরকারি বেতারমাধ্যমে সঞ্চালকের চাকরি করি। বাংলায় ইসলাম এবং ইসলামী স্থাপত্য নিয়ে আমার কৌতূহল খুব অল্পবয়স থেকেই। সেই কৌতূহল থেকেই বাংলায় ইসলাম নিয়ে লেখাপড়া এবং তার ফলেই এই ওয়েবসাইট। বাংলার মন্দির নিয়ে একাধিক বই থাকলেও, মসজিদ নিয়ে খুব বেশি নেই। আশা করি এই অভাব কিছুটা আমি পূরণ করতে পারবো।


যোগাযোগ

যে কোনো ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে, আমায় ইমেল করতে পারেন